টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি শাকিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৫ এপ্রিল ২০২১

টিকা নেয়ার পরও দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সোমবার (০৫ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু।

তিনি জানান, এমপি তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষে শনিবার (০৩ এপ্রিল) ঢাকায় ফেরেন। এরপর রোববার (০৪ এপ্রিল) তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়।

এর আগেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তানভীর শাকিল জয়। তিনি প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিনও নিয়েছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।