বাগেরহাটে হরিণের মাংসসহ ২ পাচারকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২১

বাগেরহাটের শরণখোলায় হরিণের ১৫ কেজি মাংসসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ শরণখোলার সোনাতলা গ্রামের পানিরঘাটে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হরিণের মাংসসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

শওকত আলী বাবু/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।