ধারের দুই হাজার টাকা দিতে না পারায় লাঠির আঘাতে বাবাকে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৩ এপ্রিল ২০২১

ছেলের কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারায় খুন হলেন বৃদ্ধ আহেজ প্রাং (৭২)। ছেলে আব্দুর রহিম (৪৫) তাকে মাথায় লাঠি দিয়ে আঘাত করায় তিনি মারা যান।

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয় ইউনিয়নের হরিপুর-রতনপুর গ্রামে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিদ্দিক হোসেন নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, আহেজ প্রাং অভাবের কারণে তার ছেলে আব্দুর রহিমের কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছেলে রহিম সেই টাকা ফেরত চান। কিন্তু কাছে টাকা না থাকায় দিতে পারেননি বাবা আহেজ। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে রহিম বাঁশের টুকরো দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে বৃদ্ধ আহেজ প্রাং মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, পুলিশ সংবাদ পেয়ে শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রহিম পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল আওয়াল বাদী একটি মামলা দায়ের করেছেন।

আমিন ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।