লকডাউন কার্যকরে চট্টগ্রাম পুলিশের ‘অহিংস নীতি’ কৌশল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২৩ এএম, ২৪ এপ্রিল ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউন (কঠোর বিধিনিষেধ) চলছে। সরকার ঘোষিত এই লকডাউন কার্যকরে দেশজুড়ে মাঠে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতে পুলিশ ও র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এসব অভিযানে স্বাস্থ্যবিধি অমান্যে জরিমানা কিংবা বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। আবার কোথাও কোথাও প্রশাসনের সঙ্গে পথচারী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের বাক-বিতণ্ডায় আলোচনা-সমালোচনা চলছে দেশজুড়ে।

তবে লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পুলিশের একটি কৌশল নজর কেড়েছে সাধারণ মানুষের। সেখানে নিয়ম অমান্যের পরও সাধারণ মানুষের বুঝিয়ে এবং অনুরোধ করে সচেতন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রাঙ্গুনিয়ার চেকপোস্টে দায়িত্বরত পুলিশের আচরণের প্রসংসা করে স্থানীয় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। কেউ কেউ এটাকে আইন বাস্তবায়নে মহাত্মা গান্ধীর ‘অহিংস নীতি’র সঙ্গে তুলনা করেছেন।

jagonews24

জানা গেছে, টানা লকডাউনের দ্বিতীয় সপ্তাহে এসে রাঙ্গুনিয়ার রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যা। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানতে অনীহা। তবে এসবের পরও ধৈর্য্যের পরিচয় দিয়ে পুলিশ মানুষকে আইন এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেছেন।

এ বিষয়ে শুক্রবার (২৩ এপ্রিল) রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম জাগো নিউজকে বলেন, ‘এলাকার অনেকেই করোনার বিষয়ে এখনও ভালোভাবে জানে না। তাই তাদের এসব বিষয়ে বুঝানো হচ্ছে। আবার বাড়িতে গিয়ে তারা যেন পরিবারের অন্য সদস্যদের ঘরে থাকতে বলেন, সেই পরামর্শও পুলিশের পক্ষ থেকে দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগেও আমরা করোনাভাইরাসের প্রতিকৃতি সাধারণ মানুষকে দেখিয়ে সচেতন করার চেষ্টা করেছিলাম। এভাবেই চাপ প্রয়োগ না করে অনুরোধের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করা হচ্ছে।’

মিজানুর রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।