শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৪ এপ্রিল ২০২১

স্বাস্থ্যবিধি মেনে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্তে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। এতে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের দুই ফেরিঘাটে।

সর্বাত্মক লকডাউনে যাত্রী চলাচল বিগত কিছুদিন শিথিল থাকলেও শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে দেখা গেছে শিমুলিয়া ঘাটে।

fare1

তবে নৌরুটে শুধুমাত্র লকডাউনের আওতামুক্ত যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ। আর নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল পুরোপরি বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (ব্যাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রী সংখ্যা বাড়লেও অত্যাধিক চাপ পড়েনি। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে পাঁচটি সচল রয়েছে। এসব ফেরি দিয়ে লকডাউনের আওতামুক্ত জরুরি পণ্য ও ব্যক্তিগত যানবাহন পারাপার হচ্ছে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।