বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২৪ এপ্রিল ২০২১
ফাইল ছবি

বগুড়ায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) তারা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতরা হলেন, বগুড়া ফুলদিঘী এলাকার আব্দুল লতিফ (৮৫) এবং শহরের কাটনারপাড়া এলাকার আল বেরুনি (৭০)।

এছাড়াও বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৪ এপ্রিল) দুপর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনায় ১৬ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএসের ২৮টি নমুনায় ১০ জনের করোনা পজিটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনার ফলে সদরে ২৪ জন, আদমদিঘী ও শাজাহানপুরে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার সকালে সর্বশেষ ফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ১১ হাজার ৬৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩১১ জন। মৃত্যু হয়েছে ২৮৬ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৫৯ জন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।