পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে রোজামনি (২) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় দুপচাঁচিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
রোজামনি একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
জানা যায়, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল রোজামনি। এসময় সবার অজান্তে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায় সে। পরে শিশুটিকে না কোথাও না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি আমাকে জানানো হয়েছে।
এসএমএম/এএসএম