অক্সিজেনের ঘাটতি নেই সাতক্ষীরা মেডিকেল কলেজে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ২৮ এপ্রিল ২০২১

সারাদেশের ন্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে। এতে অক্সিজেনের প্রয়োজন পড়ছে বেশ। তবে অক্সিজেনের ঘাটতি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে, বুধবার (২৮ এপ্রিল) পর্যন্ত করোনা রোগী ভর্তি হয়েছেন ১৮৪ জন। এর মধ্যে করোনা সন্দেহে ১৫৫ জন, মৃত্যু বরণ করেন ১৭ জন। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন ২৯ জন এবং মারা যান ৯ জন। বর্তমানে ৮৮টি করোনা শয্যার মধ্যে রোগী আছে ৩৭ জন।

jagonews24

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, ২০ হাজার লিটার লিকুইড অক্সিজেন ধারণ ক্ষমতা সম্পূর্ণ সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতি মাসেই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। মেডিকেলে কন্সেন্টেটর মেশিন আছে ১৫টি। আরও ২০টি কন্সেন্টেটর মেশিন দ্রুত আনা হচ্ছে। এছাড়া অক্সিজেন সরবরাহের জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা আছে ৩৮টি। অক্সিজেন সিলিন্ডার আছে ৮২টি। আরও ২০ টি অক্সিজেন সিলিন্ডারের আবেদন করা হয়েছে।

তিনি বলেন, ‘অক্সিজেন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে করোনা সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই সর্তক হতে হবে।’

jagonews24

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসায়েন শাফায়েত বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অক্সিজেনের কোনো সমস্যা নেই। কিন্তু সংক্রমণ রোধ করতে না পারলে অচিরেই অক্সিজেনের সমস্যা তৈরি হবে। আমরা সবাই সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করি, গণপরিবহন ও হাট-বাজার এড়িয়ে চলি, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি তাহলে ৮২ থেকে ৮৫ শতাংশ করোনা সংক্রমণ রোধ সম্ভব। আমাদের সবাইকে করোনা সংক্রমণ রোধে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।