নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০২ মে ২০২১
ফাইল ছবি

নীলফামারীতে গোসলে নেমে ফাইয়াজ আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ মে) দুপুরে দারোয়ানি টেক্সটাইল মিলস সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সে ডুবে মারা যায়।

ফাইয়াজ দারোয়ানি গ্রামের মহসিন আলীর ছেলে। সে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে ফাইয়াজ। এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। পরে খোঁজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নীলফামারীর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।