কুমিল্লায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী রয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৩ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন রোগী। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৪৯ জন।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে সাড়ে ৩টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জাগো নিউজকে এ তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার নতুন করে ৪১ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৭ জন, বুড়িচংয়ে দুইজন, লাকসামে তিনজন, লালমাইতে একজন, চান্দিনায় সাতজন, মুরাদনগরে একজন, দেবিদ্বারে দুইজন, দাউদকান্দিতে একজন, নাঙ্গলকোটে একজন, বরুড়ায় পাঁচজন ও তিতাসে একজন রয়েছেন।
এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০ জনসহ মোট ৯ হাজার ৯৩১ জন সুস্থ হয়েছেন।
এসএমএম/এএসএম