নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত থেকে প্রবেশ বাড়ছে আখাউড়া বন্দরে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৬ মে ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে প্রতিদিন মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছেই। সংক্রমণ মোকাবিলায় ভারত সীমান্ত বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তবে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশটি থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ।

বিষয়টি মনিটরিং করার লক্ষ্যে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান বলেন, আখাউড়া স্থলবন্দর হয়ে ভারত থেকে যাত্রী প্রবেশের হার বেড়েছে। এ অবস্থায় ভারতফেরত যাত্রীদের বর্তমানে জেলার বিজয়নগর উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ভারত থেকে ফেরা নাগরিকদের সংখ্যা আরও বাড়লে পাশের জেলায় কোয়ারেন্টাইনে রাখার চিন্তা-ভাবনা চলছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে তিনি আখাউড়া ইমিগ্রেশন অফিস ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক ইমিগ্রেশন অফিসের সামনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বসানো মেডিকেল টিমের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ভারত থেকে আসা রোগীর স্বজনসহ যাত্রীদের সঙ্গেও কথা বলেন।

jagonews24

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে-এ-আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ইমিগ্রেশন অফিসার আব্দুল হামিদ প্রমুখ।

ভারতে আটকে পড়া সব বাংলাদেশিকে স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তবে ভারতীয় কোনো নাগরিক বা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের কোনো সুযোগ দেয়া হচ্ছে না।

স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসের তথ্যমতে, গতকাল বুধবার (৫ মে) ভারত থেকে বাংলাদেশে এসেছেন ৬০ জন। আজ বৃহস্পতিবার (৬ মে) এসেছেন শতাধিক বাংলাদেশি।

আবুল হাসনাত মো. রাফি/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।