ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৩ মে ২০২১

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দেয়ার দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হলের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সদস্য শরফুদ্দিন নান্টু, বাসদ সমর্থক নজরুল ইসলাম খান, রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার প্রমুখ।

jagonews24

সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা শাখার সদস্য বদরুদ্দোজা সৈকত।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের ওপর যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েলের আগ্রাসন ও জাতিসংঘের নিষ্ক্রিয়তা পুরো বিশ্ববাসীর জন্য লজ্জাজনক। গত শুক্রবার আল-আকসা মসজিদে প্রার্থনারত ফিলিস্তিনিদের ওপর হামলা করে ইসরায়েল এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ৫৮ জনের বেশি নারী-শিশু নিহত হয়েছেন।

বক্তারা অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ ও বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, ফিলিস্তিনিদের মাতৃভূমি তাদের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সাইফ আমীন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।