আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৩ মে ২০২১

নরসিংদীর রায়পুরায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- রায়পুরা থানার উপ পরিদর্শক নাসির (৪৫), নায়েব বাবুল আলী (২৯), কনস্টেবল শফিকুল ইসলাম (৪০) ও কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫)।

আহত পুলিশ সদস্যদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে নিয়মিত দায়িত্ব হিসেবে নিলক্ষা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় গ্রেফতার এড়াতে স্থানীয় কিছু উশৃঙ্খল মানুষ দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৪ জন সদস্য আহত হন। হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

সঞ্জিত সাহা/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।