সেই অফিস সহকারী আলমগীরের বিরুদ্ধে তদন্ত শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৭ মে ২০২১

ঘুষ দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তিন সদস্য বিশিষ্ট কমিটি।

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের জমির ক্ষতিপূরণের অর্থ ছাড় করাতে সংশ্লিষ্টদের কাছ থেকে ১৫-২০ শতাংশ হারে ঘুষ নেয়ার অভিযোগে এ তদন্ত শুরু করা হয়।

সোমবার (১৭ মে) তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ এ তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য সিনিয়র সহকারী কমিশনার রিনাত ফৌজিয়া ও সহকারী কমিশনার সিলভিয়াস স্নিগ্ধা।

এর আগে আলমগীর হোসেনের অনিয়মের অভিযোগ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ ‘নরসিংদীর এক অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে তদন্ত কার্যক্রম শুরু করে কমিটি।

এ সময় অধিগ্রণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকদের সাক্ষ্য গ্রহণ হয়। একইসঙ্গে জাগোনিউজ২৪.কম-এর নরসিংদী প্রতিনিধির সঙ্গেও কথা বলে কমিটি। তবে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান।

উল্লেখ্য, নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগ করে মোহাম্মদ হোসেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১ মে জাগো নিউজে এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়।

অন্যদিকে ২৩ মার্চ আলমঙ্গীর হোসেনকে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করে অফিস আদেশ জারি করেছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। তবে অদৃশ্য কারণে তিনি এখনো নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় কর্মরত রয়েছেন।

সঞ্জিত সাহা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।