ভোলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৭ মে ২০২১
প্রতীকী ছবি

ভোলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শান্ত ইসলাম আবির নামের এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

সোমবার (১৭ মে) দুপুরে ভোলার দৌলতখান থানায় অভিযোগটি দায়ের করেন তিনি।

অভিযুক্ত শান্ত ইসলাম আবির দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাতেন সোহরাব মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন শান্ত। পরে বিয়ের প্রতিশ্রুতিতে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, স্কুলছাত্রীর মা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।