গরু আনতে মাঠে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে হালিমা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মে) বিকেলে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নাড়া তেঘুরি গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা খাতুন ওই গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার বলেন, বিকেলে ওই নারী গরু আনার জন্য মাঠে যান। এ সময় হঠাৎ ঝড় ও বজ্রপাত শুরু হয়।বজ্রপাতে হালিমা খাতুন গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে আনার পথে তিনি মারা যান।
তাড়াশ থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নারীর মৃত্যুর বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এমকেএইচ