ভোলায় ট্রাকচাপায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২১ মে ২০২১
ফাইল ছবি

ভোলায় ট্রাকচাপায় মো. নুরে আলম (৫০) নামের বোরাকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নূরে আলম ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মমতাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২০ মে) রাত ১১টায় বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের লাল দিঘির পাড় এলাকার ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোরহানউদ্দিন হাওলাদার মার্কেট থেকে বোরাকটি সাত-আটজন যাত্রী নিয়ে উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। পরে পশ্চিয়ার লাল দিঘির পাড় এলাকায় আসলে চরফ্যাশন থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বোরাকটির ধাক্কা লাগে। এতে বোরাকে থাকা ছয় যাত্রী আহত হন।

এরপর স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আলমকে মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীরা চিকিৎসাধীন রয়েছেন।

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা মনিরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছি। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

জুয়েল সাহা বিকাশ/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।