বিরোধের অবসান, পুলিশের হাতে দেশীয় অস্ত্র তুলে দিল গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৩ মে ২০২১

নরসিংদীর করিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা দুই গ্রুপের মধ্যে বিরোধ মীমাংসা করেছে পুলিশ।

রোববার (২৩ মে) দুপুরে করিমপুর ইউনিয়নের বঘারগত গ্রামে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহেদ আহামেদের উপস্থিতিতে গ্রামে টেঁটাযুদ্ধের অবসান ও দুই গ্রুপের সদস্যদের মিলিয়ে দেয়া হয়। এসময় পুলিশের হাতে দুই শতাধিক দেশীয় অস্ত্র (টেঁটা) তুলে দেন উভয় গ্রুপের লোকজন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত, ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান প্রমুখ।

সঞ্জিত সাহা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।