কুমিল্লায় দুই সপ্তাহে সর্বনিম্ন করোনা শনাক্ত, মৃত্যু নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৪ মে ২০২১
ফাইল ছবি

কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের হার কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় সাতজনের। আক্রান্তের হার ৩ দশমিক ৮ শতাংশ। যা গত দুই সপ্তাহে সর্বনিম্ন।

গত দুই সপ্তাহের ফল বিশ্লেষণ করে দেখা যায়, ১০ থেকে ১৬ মে পর্যন্ত কুমিল্লায় করোনায় আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৬৩ শতাংশ। এ সময়ে মারা যান ১৫ জন করোনা রোগী। ১৭ থেকে ২৩ মে পর্যন্ত সময়ে করোনায় আক্রান্তের হার কমে দাঁড়ায় ৮ দশমিক শূন্য ১ শতাংশে। মারা যান নয়জন।

কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও লকডাউনের ফলে কুমিল্লায় সংক্রমণ কমে এসেছে। এ ধারা অব্যাহত থাকলে সংক্রমণ আরও কমে আসবে।

এ পর্যন্ত কুমিল্লায় ৭৩ হাজার ১০৪টি নমুনার ফল আসে। আক্রান্ত হন ১২ হাজার ৬১৯ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৫ জন। আর মারা যান ৪২৪ জন।

এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।