পথ ভুল করে লোকালয়ে হরিণ, প্রাণ হারাল কুকুরের আক্রমণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৪ মে ২০২১

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামে একদল কুকুরের আক্রমণে বন থেকে পথ ভুল করে আসা একটি হরিণ প্রাণ হারিয়েছে।

সোমবার (২৪ মে) শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বন সংলগ্ন পশ্চিম রাজাপুর এলাকার পুলিশ ফাঁড়ির পাশে একটি মাঠে হরিণটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে সুন্দরবন থেকে পথ ভুল করে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। তখন একদল কুকুর হরিণটিকে তাড়া করে তার ওপর হামলে পড়লে হরিণটি মারা যায়। খবর পেয়ে দুপুরের দিকে বন বিভাগ মৃত হরিণটি উদ্ধার করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, কুকুরের আক্রমণে মৃত হরিণটির ওজন প্রায় ২০ কেজি। হরিণটির পেছনের অংশের কয়েক জায়গায় কামড়ের ক্ষত চিহ্ন রয়েছে। পরে মৃত হরিণটি ধানসাগর স্টেশন সংলগ্ন বন মাটিচাপা দেয়া হয়।

শওকত আলী বাবু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।