কুমিল্লায় করোনায় প্রাণ গেল ৫ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৪ মে ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) বিকেল পৌনে ৫টায় সিভিল সার্জন মীর মোবারক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে সবাই পুরুষ। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯৫ বছর বয়সি এক জন, বুড়িচংয়ে ৬৫ বছর বয়সি একজন, ব্রাহ্মণপাড়ায় ২৩ বছর বয়সি একজন, কুমিল্লা সদর দক্ষিণে ৮৫ বছর বয়সি একজন ও বরুড়া উপজেলায় ৭০ বছর বয়সি একজন রয়েছেন।

এ নিয়ে কুমিল্লায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৯ জনে। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৬৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মীর মোবারক হোসেন আরও বলেন, রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৬৯ জনের নমুনা প্রেরণ করা হলে এদের মধ্যে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে কুমিল্লা নগরীতে ১৯ জন, কুমিল্লা আদর্শ সদরে দুই জন, সদর দক্ষিণে চারজন, বুড়িচংয়ে তিনজন, ব্রাহ্মণপাড়ায় একজন, দাউদকান্দিতে একজন, দেবিদ্বারে একজন, লালমাইতে একজন, লাকসামে দুইজন, নাঙ্গলকোটে একজন, বরুড়ায় তিনজন, মনোহরগঞ্জে একজন ও তিতাস উপজেলায় একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৪ দশমিক ৪ শতাংশ।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এরা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।