গোপালগঞ্জে পরিপূর্ণ আদালত চালুর দাবি আইনজীবীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০১ জুন ২০২১

গোপালগঞ্জে পরিপূর্ণ আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছেন জেলার আইনজীবীরা। মঙ্গলবার (১ জুন) সকালে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমানসহ বিভিন্ন আইনজীবীরা বক্তব্য দেন।

বক্তারা ভার্চুয়াল আদালতের পরিবর্তে পরিপূর্ণ আদালত চালুর দাবি জানান। পরে প্রধান বিচারপতি বরাবর লিখিত আবেদন করেন তারা।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।