নোয়াখালীতে নারী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০০ এএম, ০৩ জুন ২০২১

নোয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় মিল্লাত হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ মে) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে ওই নারী বাদী হয়ে মিল্লাতের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।

গ্রেফতার মিল্লাত হোসেন সূবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর মহিউদ্দিনের কামাল উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী নারী জানান, প্রায় আট বছর আগে তার স্বামী মারা যান। ৩০ মে (রোববার) রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে মিল্লাত তার ঘরে ডুকে। পরে সে ওই রাতে তাকে ধর্ষণ করেন।

ওসি জিয়াউল হক জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।