বিছানার নিচে মিলল ২৯৩০ ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৩ জুন ২০২১

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে ২৯৩০ পিস ইয়াবা ও ৯০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২ জুন) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার পিরোজপুর তোহাখানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে বুধবার রাত ১০টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত তেলকুপি, সোনামসজিদ ও চকপাড়া বিওপির সীমান্তবর্তী সন্দেহজনক এলাকায় অভিযান চালানো হয়। এসময় শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর তোহাখানা গ্রামের মো. সাইফুল ইসলামের বাড়ির শয়নকক্ষের বিছানার নিচ থেকে ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান সাইফুল ইসলাম। এ ঘটনায় জব্দকৃত মাদকসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রবেশ করতে না পারে সে লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদারসহ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।