নরসিংদীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ০৫ জুন ২০২১
ফাইল ছবি

নরসিংদীতে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার জেলার বেলাব উপজেলায় এক নারী ও মনোহরদী উপজেলায় একজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন- বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের কাছু মিয়ার স্ত্রী আফিয়া বেগম (২৫) ও মনোহরদীর চালাকচর সাওপাড়া গ্রামের মুঞ্জুর সাহার ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী গুরুদেব সাহা (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আফিয়া বেগম চরউজিলাব গ্রামের আড়িয়াল খাঁ নদের পাঁড়ে জমিতে কৃষি কাজ করছিলেন। এ সময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন আফিয়াকে খুঁজতে নদের পাড়ে গেলে বজ্রপাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

অপরদিকে গুরুদেব বৃষ্টিতে বাড়ির পাশে আমকুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ মৃতদের লাশ উদ্ধার করেছে।

মনোহরদী থানার ওসি আনিছুর রহমান বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টির মাঝে গুরুদেব বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায়। সেখানে বিকট শব্দে বজ্রপাত পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সঞ্জিত সাহা/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।