ক্যারম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:১১ এএম, ১০ জুন ২০২১
নাসির হোসেন

মানিকগঞ্জে ক্যারম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নাসির হোসেন (৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ জুন) রাত সাড়ে নয়টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নাসির হোসেন বাস্তা গ্রামের ইছাক মিয়ার ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন মোল্লা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ক্যারম খেলা নিয়ে মঙ্গলবার (৮ জুন) ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাস্তা গ্রামের সফরের ছেলে লাবু মিয়া (৩৭) ও তার সহযোগীরা মুদি দোকানি নাসিরকে কুপিয়ে জখম আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লাবুসহ তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিএম খোরশেদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।