রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:০৮ এএম, ১০ জুন ২০২১
ফাইল ছবি

প্রাণঘাতী করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ৯ জন রাজশাহীর ও অন্য তিনজন চাঁপাইনবাবগঞ্জের।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকে করোনার ২৩২টি বেড বৃদ্ধি পেয়ে বর্তমানে বেড সংখ্যা হয়েছে ২৭১ টি। এরপরও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৭১ বেডে রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৯০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।

হাসপাতালের উপপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর সাত জন ও নাটোরের একজন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। এছাড়া রামেকে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৬৯ জনের পজিটিভ রেজাল্ট এসেছে।

ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।