রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:০০ এএম, ১৫ জুন ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে আটজন করোনায় আক্রান্ত হয়ে ও বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও নওগাঁয় একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীতে একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরে একজন মারা গেছেন। তাদের সবার স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

ডা. সাইফুল ইসলাম বলেন, রামেকে মোট রোগী ছিল ৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জনে। এর মধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৭ জন ও করোনা আক্রান্ত রয়েছেন ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।

ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।