আ.লীগ নেতার বিরুদ্ধে শ্রমিক কল্যাণের ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৫ জুন ২০২১

পণ্যবাহী যানবাহন শ্রমিকদের কল্যাণে সংগ্রহ করা প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে এ অভিযোগ করেন জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান চালক ও সহকারী ইউনিয়নের নেতারা।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের দফতর সম্পাদক মোশারফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলার সাবেক স্বেচ্ছাসেবক লীগ সভাপতি লিয়াকত আলী ভান্ডারী ক্ষমতার প্রভাব ঘাটিয়ে মানিকগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান চালক ও সহকারী ইউনিয়নের সভাপতির পদ নেন। ২০১৩ সালে সংগঠনটির ২১ সদস্যবিশিষ্ট কাযর্করী কমিটি গঠন করে সাত উপজেলায় শাখা অফিস খোলা হয়। সেই শাখার মাধ্যমে শ্রমিক কল্যাণ তহবিলের নামে বছরে প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়।

গত আট বছর ধরে এই টাকা আদায় হলেও সংগঠনের তহবিলে জমা হয়নি। ক্ষমতার প্রভাব খাটিয়ে সভাপতি লিয়াকত আলী ভান্ডারী প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেছেন। তার সহযোগী হিসেবে কাজ করেছেন সংগঠনের যুগ্ম-সম্পাদক জসিম ও সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী।

এ পযর্ন্ত ১৭ জন শ্রমিক নিহত ও পাঁচজন পঙ্গু হয়েছেন। কিন্তু সংগঠনের পক্ষ থেকে একটি টাকাও তাদের পরিবারে সহযোগিতা করা হয়নি। উল্টো টাকার হিসাব চাওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম করিম ও সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালামকে মারধর করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

অভিযোগ করা হয়, জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান চালক ও সহকারী ইউনিয়নের কমিটির ছয় বছর আগে মেয়াদ শেষ হলেও নির্বাচন দিচ্ছেন না লিয়াকত আলী। এমনকি সংগঠনের অফিসও তিনি ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। অন্য কাউকে ওই অফিসে ঢুকতে দেয়া হয় না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লিয়াকত আলী ভান্ডারীর বিরুদ্ধে সংগঠনের জেলা শাখার সদস্য এক হাজার শ্রমিকের স্বাক্ষরযুক্ত লিখিত অভিযোগ দেয়া হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ জুন সংগঠনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ১০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী বলেন, তিনি কোনো টাকা আত্মসাত করেননি। তার বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করেছেন তারাই সংগঠনের টাকা আত্মসাত করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

বি.এম খোরশেদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।