দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে থ্রি-হুইলারের ধাক্কা, দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২০ জুন ২০২১
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে থ্রি-হুইলারের ধাক্কায় শাহিন হোসেন (৩১) ও জাকির হোসেন (২৭) নামের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

শনিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার তিরনইহাট এলাকার রনচন্ডী এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও জাকির একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ জানায়, বাংলাবান্ধা থেকে থ্রি-হুইলারটি যাত্রী নিয়ে ভজনপুর বাজারের উদ্দেশে রওনা দেয়। পথে রনচন্ডী এলাকার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এসময় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তবে দুই যাত্রীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে শাহিন মারা যান। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জাকিরও মারা যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

সফিকুল আলম/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।