নরসিংদীতে ১০ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২০ জুন ২০২১

নরসিংদীর রায়পুরা থেকে টেঁটাযুদ্ধের অন্যতম হোতা ও একাধিক হত্যা মামলার আসামি সুমেদ আলীকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তৌহিদুল মবিন খান।

এর আগে শনিবার (১৯ জুন) রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমেদ আলী রায়পুরার চর এলাকার লাঠিয়াল বাহিনীর প্রধান। নিলক্ষা ইউনিয়নসহ ওই এলাকায় সংঘটিত প্রায় সব টেঁটযুদ্ধে নেতৃত্ব দিতেন তিনি। তিনি জোরপূর্বক চর দখল ও সাধারণ গ্রামবাসীদের সংঘাতে জড়াতে বাধ্য করে আসছিলেন।

তার বিরুদ্ধে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলাসহ ১০ মামলা রয়েছে। একই সঙ্গে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।