আরিচা ফেরিঘাটে বসল করোনা পরীক্ষার বুথ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২০ জুন ২০২১

মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট পার হয়ে আসা ট্রাক শ্রমিকদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২০ জুন) বিকালে ঘাটের টার্মিনাল এলাকায় একটি বুথ উদ্বোধন করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন সুলতানা।

jagonews24

এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিচা ফেরি ঘাটে পরীক্ষামূলকভাবে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দুই-চার দিনের মধ্যে পাটুরিয়া ফেরি ঘাটেও এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।