নওগাঁয় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৪ জুন ২০২১

নওগাঁর মান্দায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে মাসুদ রানা (২৪) নামের পিকআপের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার মৈনম ইউনিয়নের পঞ্চমিতলা জালাকাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাজশাহীর মোহনপুর ইউনিয়নের টেমা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পঞ্চমিতলা জালাকাটির মাঝামাঝি স্থানে রাজশাহীগামী বাস ও নওগাঁগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এসময় মাসুদকে আশঙ্কাজনক অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় পিকআপে থাকা প্রায় ৫০০ মুরগির বাচ্চা মারা যায়। এছাড়া বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়।

মহাদেবপুর নাহার অ্যাগ্রো লিমিটেডের ডিলার আমিনুল ইসলাম মিলন বলেন, ‘পোল্ট্রি মুরগির বাচ্চা রাজশাহী থেকে নওগাঁয় যাচ্ছিলো। কিন্তু দুর্ঘটনায় অনেকগুলো বাচ্চা মারা গেছে। এছাড়া অনেক বাচ্চা আহত হয়েছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।

মান্দা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ জব্দের চেষ্টা চলছে।’

আব্বাস আলী/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।