গৃহবধূ ধর্ষণের অভি‌যো‌গে মামলা, প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কি‌শোরগঞ্জ
প্রকাশিত: ০১:০৫ এএম, ২৭ জুন ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে (৪৮) ধর্ষণের অভিযোগে আবু হানিফা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আবু হানিফা উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমড়ী গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

একই দিন দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে আবু হানিফা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্চুকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। ছেলেমেয়েরাও বাড়ি‌তে থাকেন না। এই সুযোগে প্রতিবেশী আবু হানিফা প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। গত ১৯ মে রাতে প্রকৃতির ডাকে গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে আবু হানিফা তার ঘরে ঢুকে ঘাপ‌টি মে‌রে থাকেন। গৃহবধূ ঘরে ঢুকতেই আবু হানিফা তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়‌টি কাউ‌কে না জানা‌তে হুমকিও দেন আবু হানিফা।

ঘটনার দুইদিন পর ২১ মে আবু হানিফা ও পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বাচ্চু গৃহবধূর বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে জানালে বা মামলা করলে গৃহবধূ ও তার সন্তানকে হত্যাসহ বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই গৃহবধূ।

এই ঘটনার পর বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূ শনিবার দুপুরে থানায় মামলা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান মামলার বিষয়টি নিশ্চিত ক‌রে জানান, মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আবু হানিফাকে গ্রেফতার করেছে।

নূর মোহাম্মদ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।