নওগাঁয় রোভার স্কাউটের দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা
নওগাঁয় রোভার স্কাউট আয়োজিত অনলাইনে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) ‘প্রকৃত শিক্ষার অভাবই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অন্তরায়’ শীর্ষক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মো. হারুন-অর-রশীদ।
জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মো. শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে ও সম্পাদক মো. নাসিম আলমের পরিচালনা স্কাউটের জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, প্রফেসর এ এইচ এম এ ছালেক, প্রফেসর মো. হামিদুল হক, প্রফেসর মো. আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মো. মোফাখখার হোসেন খানের সঞ্চালনায় প্রতিযোগিতায় জেলার ১৬টি দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় নওগাঁ সরকারি কলেজের গার্ল ইন রোভার গ্রুপ প্রথম, নিয়ামতপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ দ্বিতীয় এবং তেঁতুলিয়া বিএমসি কলেজ রোভার স্কাউট গ্রুপ তৃতীয় স্থান অধিকার করে।
আরএইচ/এসআর/এমএস