কিশোরগঞ্জে ৯ ড্রাম গাঁজাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৮ জুন ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে ৯টি ড্রামে সাড়ে ১৮ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বহনকারী পিকআপ ভ্যানসহ এক হাজার টাকা ও প্লাস্টিকের ৯টি ড্রাম জব্দ করা হয়।

সোমবার (২৮ জুন) ভোর ৫টায় ভৈরবপুর উত্তরপাড়া নাটাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ময়মনসিংহের চর ভবানীপুর এলাকার মো. আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. সাগর (১৯) ও একই জেলার নিলক্ষীয়া এলাকার মো.রব্বানী মিয়ার ছেলে মো.জসিম (১৯)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মুহাম্মদ যোবায়ের জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড়ে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে নয়টি ড্রামের ভেতরে থেকে গাঁজা জব্দ করা হয়। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ চক্রটি গাঁজার চালান রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে জানতে পেরেছে র‍্যাব। এছাড়া গ্রেফতাররা দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।