দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৮ জুন ২০২১
ফাইল ছবি

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একইসময়ে জেলায় নতুন করে আরও ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১৬ শতাংশে।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনায় মৃতরা হলেন, দিনাজপুর শহরের নতুনপাড়ার স্বরস্বতী ভৌমিক (৫০), মিশন রোডের আনোয়ারা বেগম (৬৩), সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের মাহাতাব উদ্দিন (৭৫) ও বিরলের মাহাতাব উদ্দিন (৭৫)।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলার ৪০৩টি নমুনা পরীক্ষায় ১৭৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় শনাক্তের হার ৫৩ দশমিক ৮৮ শতাংশ।

এমদাদুল হক মিলন/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।