করোনায় কিশোরগঞ্জের শিক্ষা কর্মকর্তার মৃত্যু
কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক।
বুধবার (৩০ জুন) ভোরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার ছেলে এস এম ফারিয়াল হক বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মো. ফজলুল গত ১২ জুন থেকে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। নমুনা পরীক্ষার পর ২০ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৩ জুন ফজলুলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন মো. ফজলুল হক। তার গ্রামের বাড়ি পাবনার সাথিয়ার ভবানীপুর গ্রামে।
নূর মোহাম্মদ/এসএমএম/জেআইএম