নওগাঁয় ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টায় জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৫ জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৪৪ জনের ও পিসিআর ল্যাবে ১০৩টি নমুনায় ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৭ শতাংশ। একইসময়ে জেলায় একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে, পত্নীতলার দুজন, বদলগাছী, রানীনগর ও আত্রাইয়ে একজন করে রয়েছেন।
এদিকে সরকার ঘোষিত এক সপ্তাহের বিধিনিষেধ কার্যকর করতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। জেলার ১১টি উপজেলায় সেনাবাহিনীর পাঁচটি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আটটি টিম মোতায়েন আছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৪টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকে জেলায় বৃষ্টি হচ্ছে। এতে রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল। মানুষের সমাগম ছিল কম। এ বৃষ্টির কারণেই বিধিনিষেধ শতভাগ কার্যকর সম্ভব হয়েছে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে সাতদিনের কঠোর বিধিনিষেধ। এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এ বিধিনিষেধ আরোপের হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।
আব্বাস আলী/এসএমএম/এমকেএইচ