ঝালকাঠিতে বাইরে বের হচ্ছে মানুষ, অভিযান দেখলেই সটকে পড়ছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০২:০১ পিএম, ০১ জুলাই ২০২১

ঝালকাঠিতে কঠোর বিধিনিষেধে গণপরিবহন, শপিংমল ও মার্কেট বন্ধ থাকলেও রাস্তাঘাট এবং বাজারে ভিড় করছেন মানুষ। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। গাদাগাদি করে বাজারে কেনাকাটা করছেন। তবে পুলিশ ও প্রশাসন অভিযানে আসলে লোকজনের যাতায়াত কমে যায়। শহর ফাঁকা হয়ে যায়।

অনেকে টের পেয়ে অভিযানের আগে দোকানপাট বন্ধ করে দেন। তারা চলে গেলে পুনরায় দোকান খুলেন।

jagonews24

বৃহস্পতিবার (১ জুলাই) বিভিন্ন স্থানে ঘুরে প্রশাসনের সঙ্গে এমন লুকোচুরি খেলার দৃশ্য চোখে পড়ে। এদিকে যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের সতর্ক করছে জেলা প্রশাসন। একইসঙ্গে যারা মাস্ক বা স্বাস্থ্যবিধি মানছেন না তাদেরও সচেতন করা হয়।

জেলা পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন বলেন, ‘আমরা নতুন করে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেয়া হবে। রাস্তায় পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া কোনো যানবাহন চলতে দেয়া হচ্ছে না। আইন না মানলে যানবাহন আটক করা হবে।’

jagonews24

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান বলেন, ‘ঝালকাঠি জেলা সদরসহ চার উপজেলায় পুলিশ, আর্মড ব্যাটালিয়ন, বিজিবি, র্যাব, সেনাবাহিনী নিয়ে গঠিত পৃথক টিম মাঠে কাজ করছে। জনসাধারণ যাতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারে আমরা সর্বদা সেই চেষ্টাই করছি।’

আতিকুর রহমান/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।