১০ টাকার আদা বিক্রি করতে গিয়ে জরিমানা দিলেন ৫০০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০২:২০ পিএম, ০১ জুলাই ২০২১

সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও চলছে সরকার ঘোষিত সাতদিনের কঠোর বিধিনিষেধ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই টুঙ্গিপাড়ার হাটবাজারে বন্ধ রয়েছে দোকানপাট। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও রয়েছে কম।

তবে সকাল থেকেই জেলায় ভারি বর্ষণে লোকজন ঘর থেকে বের হতে পারছেন না।

এরমধ্যেই দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে সেনাবাহিনীর একটি দল টহল দিতে প্রবেশ করে। এসময় বাজারের শ্রাবনী স্টোর নামের একটি মুদি দোকানের একটি দরজা খোলা পেয়ে একজন ক্রেতা ১০ টাকার আদা চান বিক্রেতার কাছে। ঠিক এ মুহূর্তেই সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

পরে দোকান খোলা রাখার অপরাধে গোপালগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুর রহমান শ্রাবনী স্টোরকে ৫০০ টাকা জরিমানা করেন।

এসময় দোকানের সত্ত্বাধিকারী সঞ্জয় সাহা বলেন, ‘একটু বিশেষ কাজ থাকায় দোকানের একটি তালা খুলতে হয়েছিল। তবে বিক্রির উদ্দেশে দোকান খোলা হয়নি। কোথা থেকে এসে ওই ভদ্রমহিলা দোকানে ঢুকলো বুঝতে পারিনি। আমি এখনি দোকান বন্ধ করে দিচ্ছি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে দেশব্যাপী সাতদিনের কঠোর বিধিনিষেধ। এর আগে কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এ বিধিনিষেধ আরোপের হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়।

মেহেদী হাসান/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।