নতুন-পুরাতন কোনো মামলা নেই টুঙ্গিপাড়া থানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০২ জুলাই ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নতুন-পুরাতন মামলার সংখ্যা এখন শূন্যের কোটায়। পুরাতন সবকটি মামলার চূড়ান্ত অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত এক বছরে এ সাফল্য অর্জন করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। পুলিশের ভূমিকার কারণে কোথাও বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা বা মারামারির ঘটনা নেই। কোথাও কোনো ধরনের গোলযোগের সংবাদ পাওয়া মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটার সুযোগ নেই। এতে করে থানায় মামলা-মোকদ্দমাও করতে হচ্ছে না কোনো পক্ষকেই।

গিমাডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন শেখ জাগো নিউজকে বলেন, ‘থানায় মামলা করতে কোনো ধরনের টাকা খরচ হয় না মর্মে প্রতিটি এলাকায়, মসজিদ, হাট-বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রচার চালাচ্ছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘোষণা দিয়ে যাচ্ছেন। থানায় দালাল-প্রতারকদেরও দৌরাত্ম্য নেই।’

পাটগাতী গ্রামের আকামুদ্দিন শিকদার বলেন, ‘থানা এলাকায় তেমন কোনো চুরি-ডাকাতির ঘটনা নেই বললেই চলে। স্থানীয় বাসিন্দারা এদিক থেকে শান্তিতেই আছেন।’

তিনি বলেন, ‘করোনা মহামারির প্রকোপ চলাকালে জুয়া খেলার প্রবণতা থাকলেও প্রতিনিয়ত অভিযান চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে পুলিশ। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা আগে থেকেই চাপে আছেন। এখনো তারা এলাকা থেকে বিতাড়িত।’

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, ‘দীর্ঘদিনের পুরাতন, মুলতবি গ্রেফতারি পরোয়ানার সংখ্যাও দিন দিন হ্রাস পেয়ে অনেকাংশে কমে গেছে। ওসি স্যার যোগদানের পর থেকে দীর্ঘদিনের মুলতবি মামলাসহ রুজুকৃত সব মামলার চূড়ান্ত অভিযোগপত্র দায়ের শেষে থানায় পুরাতন মামলার সংখ্যা এখন শূন্যের কোটায়। নতুন করে আর মামলাও হয়নি।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘এ সাফল্যের জন্য থানার অফিসার ফোর্সদের আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা সচেষ্ট থাকব।’

মেহেদী হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।