অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০২ জুলাই ২০২১
ফাইল ছবি

নওগাঁর রানীনগরে গোপনে ধারণ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল কাদের পিন্টু (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার পিন্টু উপজেলার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।

জানা যায়, রানীনগরের এক গৃহবধূর সঙ্গে একবছর পরিচয় হয় আব্দুল কাদের পিন্টুর। সে সুবাদে সাতমাস আগে এক বিকেলে গোপনে ধারণ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনার পর ওই গৃহবধূ কাউকে কিছু জানাননি।

এরপর গত ২৮ জুন স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাত সাড়ে ৮টার দিকে আবারও পিন্টু ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে পিন্টু পালিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী আব্দুল কাদের পিন্টুর বিরুদ্ধে মামলা করেন। মামলার পর রাতে পুলিশ অভিযান চালিয়ে পিন্টুকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘বৃহস্পতিবার রাতে মামলার পর অভিযান চালিয়ে পিন্টুকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

আব্বাস আলী/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।