ধর্ষণের পর পাট ক্ষেতেই হত্যা করা হয় টুনিকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে পাট ক্ষেতে গলায় ওড়না প্যাচানো অবস্থায় দশ বছরের এক শিশুকে হত্যার আগে ধর্ষণ করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
শনিবার (৩ জুলাই)কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান ময়নাতদন্তে অংশ নেয়া ডাক্তারের উদ্বৃতি দিয়ে জানান, শ্বাসরোধে হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।
এদিকে, মেয়েটির বাবা মো. চুন্নু মিয়া বাদি হয়ে শুক্রবার (২ জুলাই) রাতে অজ্ঞাতনামাদের আসামি করে কটিয়াদী মডেল থানায় ধর্ষণ ও হত্যা মামলা করে।তবে পুলিশ ঘটনার রহস্য এখনও বের করতে পারেনি। তবে অচিরেই আসামিদের চিহ্নিত করে আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি)এস এম শাহাদাৎ হোসেন জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, গত শুক্রবার (২ জুলাই) দুপুরে কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ লোহাজুড়ি এলাকায় একটি পাট ক্ষেত থেকে সাদিয়া আক্তার টুনি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ওই দিন সকালে মেয়েকে সঙ্গে নিয়ে বাবার পাশ্ববর্তি একটি খালে মাছ ধরতে যান চন্নু মিয়া। এ সময় বৃষ্টি শুরু হলে শিশু সাদিয়া আক্তার টুনিকে বাড়িতে পাঠিয়ে দেন বাবা। এর পর থেকে মেয়েটি নিখোঁজ ছিল।
নিহত সাদিয়া আক্তার টুনির কটিয়াদী উপজেলার লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নূর মোহাম্মদ/এএইচ/এমকেএইচ