যমুনায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৩ জুলাই ২০২১
ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয়ে শখের বসে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ইলেকট্রনিক্স মেকানিক ছিলেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে শিবালয় উপজেলার তেওতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের মনছের মোল্লার ছেলে।

তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, আবু বক্কর সিদ্দিক বিকালে শখ করে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরতে যান। এসময় তার হাতের জলের রশি বাঁধা ছিল। নদীতে জাল ফেলার সময় জালে সাথে আবু বক্করও পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কবলে পড়ে নদীতে ডুবে যান তিনি। স্থানীয়রা অনেক চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আবু বক্কর সিদ্দিক এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী ৮ মাসের গর্ভবতী বলে জানাগেছে।

বি এম খোরশেদ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।