গোপালগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৫ জুলাই ২০২১
ফাইল ছবি

গোপালগঞ্জে ডোবা থেকে রোকেয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার পশ্চিম শুকতাইল গ্রামে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোকেয়া একই গ্রামের মৃত বাবন সরদারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. লিয়াকত।

তিনি জানান, রোকেয়া বেগম বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি লাঠিতে ভর করে ভিক্ষা করতেন।

ধারণা করা হচ্ছে, রোববার (৪ জুলাই) কোনো একসময় হাঁটার সময় রাস্তার পাশে ডোবায় পড়ে আর উঠতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়।

এরপর পরেরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ ডোবায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

মেহেদী হাসান/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।