৩৩৩ নম্বরে কল পেয়ে খাবার পৌঁছে দিলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০৫ জুলাই ২০২১

জাতীয় জরুরি সেবা ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের শিল্পী বেগম।

সোমবার (৫ জুলাই) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যাচাই-বাছাই শেষে শিল্পী বেগমের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি তেল,এক কেজি ডাল, আধা কেজি করে চিনি ও লবণ।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম বলেন, দুপুরে ৩৩৩ নম্বরে শিল্পী বেগমের কল পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের নির্দেশনায় তার বাড়িতে গিয়ে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ৩৩৩ নম্বরে যারা খাদ্য সহায়তা চেয়ে ফোন করবেন যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

খাদ্য সামগ্রী পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী বেগম।

মেহেদী হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।