করোনা আক্রান্তদের বাড়িতে ‘বিশেষ’ স্টিকার সেঁটে দিচ্ছে পুলিশ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে ‘হোম কোয়ারেন্টাইন’ স্টিকার সেঁটে দিচ্ছে পুলিশ। স্টিকারে কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা দেয়া থাকছে। আক্রান্ত ব্যক্তিকে সেই সময়সীমা মেনে চলতে কঠোরভাবে নির্দেশনা দিচ্ছে পুলিশ।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লাল নিশান টানানো হয়। এলাকাবাসী যেন সহজে করোনা রোগীর বাড়ি চিনতে পারেন এবং ওই বাড়িতে প্রবেশ করা থেকে বিরত থাকেন, সেজন্য এই নিশান টানানো হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, জনসাধারণকে সচেতন করাই আমাদের লক্ষ্য। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় সবাই সচেতন হওয়া। সেজন্য মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে থানা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দেয়া হচ্ছে।
মেহেদী হাসান/এসআর/এমএস