৩৩৩-এ কল পেয়ে ৫২ পরিবারের কাছে খাবার পৌঁছে দিলেন ইউএনও
করোনা মহামারিতে নিম্ন আয়ের মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে। অনেকে পড়েছেন খাদ্য সংকটে। খাদ্য সহায়তা পেতে ‘৩৩৩’-এ ফোন করছেন কেউ কেউ। সেই কল পেয়ে খাদ্য নিয়ে কর্মহীনদের বাড়ি বাড়ি যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।
তিনি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার মধ্যপাড়া, কাজীপাড়া ও পুনিয়াউট গ্রামের ৫২টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে ১০ কেজি করে চাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সেমাই, শিশু খাদ্য হিসেবে এক প্যাকেট গুড়ো দুধ, নুডলস ও পেঁয়াজ দেয়া হয়।
এ সময় সাংবাদিকদের কাছে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, সোমবার ৫২টি পরিবার ও রোববার ২৭টি পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের ফলে সাময়িক কর্মহীন মানুষজন খাদ্য সহায়তার জন্য ‘৩৩৩’- এ আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদন যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।
খাদ্য বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস. আর ওসমান গনি সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
আবুল হাসনাত মো. রাফি/এমআরএম