টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত কোটালীপাড়া স্বাস্থ্য কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৬ জুলাই ২০২১

টিকার দ্বিতীয় ডোজ নেয়ার তিনমাস পর করোনায় আক্রান্ত হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য।

মঙ্গলবার (৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাওন সিকদার টুটু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য চলতি বছরের ৭ ফেব্রুয়ারি করোনার টিকা প্রথম ডোজ গ্রহণ করেন। ৭ এপ্রিল তিনি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের তিনমাস পরে তিনি করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন রয়েছেন।’

এর আগে অসুস্থতা নিয়ে ৩ জুলাই ডা. সুশান্ত বৈদ্য করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার (৫ জুলাই) রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়াও করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নার্স মনিকা বিশ্বাস, তৃপ্তি বাগচী, সিমা বিশ্বাস ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী নিপা গোলদার করোনায় আক্রান্ত হয়েছেন।

মেহেদী হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।